দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দুই জঙ্গিকে নিজের গাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এ বছরের শুরুতে গ্রেফতার হওয়া জম্মু-কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারল না পুলিশ। ফলে দিল্লির একটি আদালতে তাঁর জামিন হয়ে গেল।
ঘটনাটি জানুয়ারির। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামের ওয়ান পো এলাকায় একটি গাড়ি আটকায় পুলিশ। ওই গাড়িতে তিন জঙ্গির সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহ। সেটি দেবেন্দ্রর ব্যক্তিগত গাড়ি ছিল।
দেবেন্দ্র ছাড়াও, এই ঘটনায় ইরফান শাহি মীর নামক আরও একজনের জামিন হয়ে গিয়েছে। তাঁদের আইনজীবী এমএস খান জানিয়েছেন যে ৯০ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি দিল্লি পুলিশের বিশেষ সেল।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে