Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যু, ভোট স্থগিত করতে কমিশনকে চিঠি অধীরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এদিন ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু প্রথম ঘটনা এটি। এর আগে একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। তাঁকে জঙ্গীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে আসা হয়। রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা পজিটিভ রিপোর্ট থাকায় তাঁকে সরাসরি কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যে অবস্থায় তাঁকে কলকাতায় আনা হয়েছিল, চিকিৎসকদের আর করার মতো কিছু ছিল না। ভোরেই মৃত্যু হয় ওই কংগ্রেস নেতার।

দলের প্রার্থী রেজাউল হকের মৃত্যুতে শোকাহত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই মৃত্যুর জেরে সামসেরগঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। গত ১২ এপ্রিল রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিলেন অধীর চৌধুরী। চিঠিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন রাজ্যে করোনা ঠেকাতে লকডাউন, রাতের কার্ফু-সহ একাধিক ব্যবস্থা নেওয়া হলেও, রাজ্যে সেরকম কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের তরফ থেকে সেব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের তরফে করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!