সাকিব হাসান, দৈনিক সমাচার, সোনারপুর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানার দ্বারস্থ হলেন এক দম্পতি। দঃ ২৪ পরগনা জেলার সোনার পুর থানার হরিনাভি গ্রামের বাসিন্দা মানিক ফকির পিতা পাঁচু ফকিরের দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তির কারনে পারিবারিক বিবাদ চলতেই থাকে। সম্পত্তির মালিক মানিক ফকির তার পৈত্রিক জায়গার উপরে বসবাস করতে চাইলে, পাসের বাড়ির ফরজ আলি সেখ ও ইউনুচ আলি সেখ সহ তার পরিবারের সদস্য মিলে মানিক ফকির কে বিভিন্ন ভাবে মানুষিক অত্যাচার চালায় বলে অভিযোগ। সেই কারন বসত মানিক ফকিরের মৃত্য হয়। তার কিছুদিন পর মানিক ফকির এর স্ত্রী ফুলজান বিবি তাদের অত্যাচার সহ্য না করতে পারায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তেমন কিছু পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
এর পর মানিক ফকিরের পরিবারের উপর চলতে থাকে নানান ভাবে অত্যাচার। জোরপূর্বক মানিক ফকিরের জমির উপরে ঘর বাড়ি বানিয়ে জমি দখলের চেষ্টা করে। পুরো পুরি সফল না হওয়ায় বিবাদি পক্ষ তাহার বাড়িতে নানা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের পাঠিয়ে ভয় দেখাতে থাকেন ও নানা অশ্লীল আচরণ করতে থাকেন। এমনকি রাতের অন্ধকারে মানিক ফকিরের বাড়ির ইলেক্ট্রনিক তার ছেঁড়ার চেস্টা করেন ও তাদের বাড়িতে লাগানো সিসি টিভি ক্যামেরা গুলি ভাঁচুর করেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বাড়িতে পাঠিয়ে বিবাদি পক্ষের কেস তুলে নিতে বলে তা না হলে প্রানে মারার হুমকি দেয়। ফলে তারা থানার দ্বারস্থ হন।