Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘হাওয়াই চটি জিতে গেছে…দেখলি কেমন খেলা হল?’ জয়ের আনন্দে কেঁদে ফেললেন দেবাংশু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোট গগণার প্রাথমিক ট্রেন্ডে কার্যত পরিষ্কার নবান্নের মসদনে তৃতীয়বার বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের আনন্দে দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য এদিন আবেগঘন বার্ত দিলেন সমর্থকদের।

সব চক্রান্তকে হারিয়ে দিয়ে এই পঁয়ষট্টির মহিলা জিতবে সেকথা জোর গলায় ফের ঘোষণা করলেন দেবাংশু। জয়ের আনন্দে এদিন কেঁদে ফেলেন দেবাংশু। এদিন লাইভে প্রথমবার নিজের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন দেবাংশু।

 

Leave a Reply

error: Content is protected !!