Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

স্কুলে পড়ার সময় থেকেই একাধিক প্রতারণায় পারদর্শী দেবাঞ্জন, বলছেন সহপাঠীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ছাত্রাবস্থাতেই মিথ্যে কথা ও প্রতারণায় সিদ্ধহস্ত ছিল ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। নিজেকে নামী পরিচালকদের সহকারী হিসেবে বন্ধুদের কাছে দাবি করত। এমনকী, তৈরি করেছিল কান চলচ্চিত্র উত্সবের পুরস্কারের নকলও। এমনই দাবি করেছেন ভুয়ো আইএএসের স্কুলের বন্ধুর।
ওই বন্ধুর দাবি, পড়াশোনার সময় থেকেই মনোযোগ চাইত দেবাঞ্জন। বন্ধুমহলে মধ্যমণি হয়ে থাকার চেষ্টা করত সে। বন্ধুদের মনোযোগ টানতে নানান ধরলেই গল্প ফাঁদত সে।

তিনি জানিয়েছেন, দ্বাদশ শ্রেণীতে পড়ার সময়ই তাঁর সঙ্গে দেবাঞ্জনের আলাপ হয়। তখন এক বিশিষ্ট সঙ্গীত পরিচালকের সহকারী হিসেবে কাজ করছে বলে দাবি করেছিল। পরে সে জানিয়েছিল, এবার সে চলচ্চিত্র পরিচালনার দিকে ঝুঁকেছে। নানান সময়ে বিভিন্ন পরিচালকের নাম করত সে।

উল্লেখ্য, ওই বন্ধুর সঙ্গে দেবাঞ্জন একই কলেজে পড়াশোনা করত।
একটা সময় দেবাঞ্জন তাঁকে বলেছিল, তার চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। আর এই তথাকথিত সাফল্য উদযাপনের জন্য বন্ধুদের বাড়িতেও ডেকেছিল দেবাঞ্জন। সেখানে পুরস্কারের নকল দেখিয়েছিল দেবাঞ্জন। কিন্তু এতে সন্দেহ যায়নি দেবাঞ্জনের বন্ধুদের।

কলেজের পড়াশোনা শেষ করারপর একটি জিনিস দিতে গিয়ে নীলবাতি লাগানো গাড়ি থেকে দেবাঞ্জনকে নামতে দেখেছিলেন ওই বন্ধু। কিন্তু সেভাবে সরকারি চাকরির জন্য পড়াশোনার জন্য তিনি কখনওই দেবাঞ্জনকে আগ্রহী দেখেননি। এভাবেই দেবাঞ্জনের আচার-আচরণ যথেষ্ট সন্দেহজনক মনে হত তাঁর। তিনি বলেছেন, তাঁদের বন্ধুমহলে জানা ছিল যে, দেবাঞ্জন মিথ্যে বলত। কিন্তু এখন দেবাঞ্জনের গুরুতর প্রতারনার ঘটনা সামনে এসেছে, তাতে রীতিমতো হতবাক দেবাঞ্জনের ওই বন্ধু।

Leave a Reply

error: Content is protected !!