Friday, April 26, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

বিপাকে বিজেপি! জেএনইউ কাণ্ডের পর ট্যুইটারে দীপিকার ফলোয়ার বাড়ল ৪০ হাজার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জেএনইউয়ের মহিলা হোস্টেলে ঢুকে এবিভিপির গুণ্ডাদের হামলার পর সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে যান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেদিনের ঘটনায় গুরুতর আহত ঐশী ঘোষের সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকারও অঙ্গীকার করেন দীপিকা। এতেই বেজায় ক্ষিপ্ত হয় বিজেপি এবং আরএসএসের সমর্থকরা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘ছপাক’ ছবিটিকে বয়কটের দাবি ওঠে। ‘বয়কট ছপাক’ হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করার চেষ্টা শুরু হয়। দেশজুড়ে ট্যুইটারে দীপিকাকে আনফলো করার স্ক্রিনশট আপলোড করেন গেরুয়া সমর্থকরা। যদিও এসব করে উল্টে লাভই হয়েছে দীপিকার। গেরুয়া শিবিরের একাংশ আনফলো করলেও, একটা বড় অংশের নতুন ফলোয়ার তাঁকে ফলো করতে শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের হিসেবনিকেশ সংক্রান্ত সংস্থা সোশ্যালব্লেডের দাবি, জেএনইউতে গিয়ে সেখানকার পড়ুয়াদের সহমর্মিতা দেখানোর পর দীপিকার ৪০ হাজার ফলোয়ার বেড়ে গিয়েছে। দীপিকার ফ্যান এবং সহকর্মীরা ‘স্ট্যান্ড উইথ দীপিকা’ হ্যাশট্যাগ দিয়ে প্রচার শুরু করেন। অভিনেতা প্রকাশ রাজ, পরিচালক অনুরাগ কাশ্যপরাও এতে প্রধান ভূমিকা নেন।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!