ভোট গণনার ফলাফল–
মোট আসন ৭০
আম আদমি পার্টি ৬২
বিজেপি ০৮
কংগ্রেস ০০
অন্যান্য ০০
বিকেল ৫টা –
ফের দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল
বিকেল ৩টা –
– মাত্র ৮টি আসনে এগিয়ে বিজেপি।
দুপুর ২টা ৪০ মিনিট –
– বড় জয়ের পথে আপ।
দুপুর ২টা ১৫ মিনিট –
– ওখলা কেন্দ্র থেকে জিতলেন আপ প্রার্থী আমানতুল্লাহ খান।
দুপুর ১টা ২০ মিনিট –
– শাহিনবাগে এগিয়ে আপ।
দিল্লিতে বিপুল জয়ের পথে অরবিন্দ কেজরিওয়ালের দল। বেলা যত গড়াচ্ছে, সেই ব্যবধান ক্রমেই বাড়ছে। সিএএ বিরোধী আন্দোলনের উত্তাপের মাঝেই এবার ভোট হয়েছে দিল্লিতে। বিক্ষোভের ভর-কেন্দ্র শাহিনবাগ। ভোটের দিন দল বেঁধে ভোট দিয়েছেন শাহিনবাগের বিক্ষোভকারীরা। এই শাহিনবাগ ওখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
দুপুর ১২টা –
– আসন সংখ্যা বাড়াচ্ছে বিজেপি
সময় যত এগোচ্ছে, ততই শক্ত হচ্ছে লড়াইয়ের জমি। গণনার প্রথম ধাপে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিপুল ভোটে এগিয়ে থাকলেও, বেলা গড়াতেই লড়াইয়ের মুখে আপ। ক্রমশই শক্তি বৃদ্ধি করছে মোদীর গেরুয়া শিবির।
সকাল ১১টা ২০ –
– এই মুহূর্তে ৫৫ আসনে এগিয়ে আপ
সকাল ১০টা ৫৩ –
– পরিষ্কার হতে শুরু করেছে ট্রেন্ড। আপ এগিয়ে ৫০টি আসনে, বিজেপি এগিয়ে ২০টি আসনে। কংগ্রেস সহ আর কোনও দল খাতা খুলতে পারেনি লড়াইয়ে।
সকাল ১০টা ৩৫ মিনিট –
– আপ অফিসের সামনে চলছে মিষ্টি বিতরণ পর্ব।
সকাল ১০টা ১০ মিনিট –
– নয়াদিল্লি কেন্দ্র থেকে ২ হাজার ভোটে এগিয়ে কেজরিওয়াল।
সকাল ১০টা –
– কেজরিওয়াল থেকে সিসোডিয়া, আম আদমি পার্টির সব বড় নেতাই প্রায় এগিয়ে রয়েছেন বিজেপির থেকে। ইতিমধ্যে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে আপ।
সকাল ৯টা ১৫ মিনিট –
– ভোটগণনার প্রথম ধাপে বিপুল সংখ্যক ভোট নিয়ে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। এখনও পর্যন্ত ৭০টি আসনে ৫২টি আসনে এগিয়ে আপ, বিজেপি এগিয়ে ১৮টি আসনে।
সকাল ৯টা –
–ভোট গণনায় আঁটোসাঁটো রাজধানীর নিরাপত্তা। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোট গণনা পর্ব। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে গোটা দিল্লি মুড়ে ফেলা হল কড়া নিরাপত্তায়।
সকাল ৮টা ৪০ মিনিট –
– প্রাথমিক গণনাতেই স্পষ্ট, আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে গিয়েছে অনেকটাই।
সকাল ৮টা ৩০ মিনিট –
– সকাল সাড়ে আটটা পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনা হল।
সকাল ৮টা ২০ –
– ৫০ এর অধিক আসনে এগিয়ে আপ।
সকাল ৮টা ১০ মিনিট –
– শুরুতেই এগিয়ে আম আদমি পার্টি।
সকাল ৮টা –
– শুরু হয়ে গেল দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
Long live AAP