দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিমকোর্ট। লোকসভা ভোটের শেষ দফা (১ জুন) পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। সুপ্রিমকোর্ট জানিয়েছে, ২ জুন তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।
দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহাড়ে বন্দি ছিলেন কেজরিওয়াল। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিমকোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরীওয়াল।