দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুত এবং তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে সরব হয় বলিউড। গত অক্টোবরে সালমান খান, আমির খান, শাহরুখ খানের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা একজোট হয়ে ‘রিপাবলিক টিভি’র এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং টাইমস নাও-এর সঞ্চালক নবিকা কুমার-সহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন দিল্লি হাইকোর্টে। এ দিন সেই মামলার শুনানি ছিল।
অভিযোগ ছিল, ওই সাংবাদিকরা বলিউড এবং তার সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং কলাকুশলীদের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর এবং অপমানজনক’ রিপোর্টিং এবং মন্তব্য করেছেন। শুনানিতে আদালত জানায়, সংবাদমাধ্যম সমান্তরাল ভাবে ট্রায়াল চালাতে পারে না। আপনারা সম্প্রচারক…খবর দেখান। কিন্তু দেখা যাচ্ছে খবর থাকছে কম, মতামত থাকছে বেশি। আদালত জানায়, বলিউড তারকাদের গোপনীয়তা বজায় রাখার অধিকার আছে।