দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর। বুধবার দুপুরে বিজেপি নেতা কপিল মিশ্র, প্রকাশ ভর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এফআইআর করার ব্যাপারে নির্দেশ দেয় বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ।
এদিন রাতেই বিচারপতি এস মুরলীধরকে দিল্লি হাইকোর্ট থেকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করে দিল কেন্দ্রীয় সরকার। গেজেট নোটিফিকেশন দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। বিরোধী শিবিরের অনেকের মতে হাইকোর্টের এই বিচারপতির পর্যবেক্ষণ ও রায়ে খুশি নন শাসক শিবির। সে কারণেই তাঁকে বদলি করা হয়েছে।
রায়ের কয়েকঘন্টা পরই বদলির নোটিফিকেশন জারি হওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তবে ঘটনা হল, মুরলীধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে কলেজিয়াম।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps