দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্ষোভের আগুন দাবানলের মতো ছড়াচ্ছে গোটা দেশেই। দিল্লিতে বিক্ষোভ দেখানোর জন্য আটক করা হয়েছে প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ ও কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে। মান্ডি হাউস থেকে আটক হয়েছেন বাম নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত ও নীলোত্পল বসুকে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
দুপুরের দিকে লাল কেল্লা চত্বর থেকে আটক করা হয় স্বরাজ ইন্ডিয়া-র সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদবকে। অন্যদিকে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান তুলে বেঙ্গালুরুতে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্রগুহ। দিল্লি থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলে সামিল হাজার হাজার মানুষ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন