দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে দিল্লিতে। দিল্লির লালকেল্লা চত্বরে প্রতিবাদ মিছিল রুখতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। এদিন সকাল থেকেই জাতীয় রাজধানী এলাকায় জায়গায় জায়গায় ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সকাল থেকে তীব্র যানজট ছিল দিল্লি-গুরুগ্রাম সীমান্ত এলাকায় ৪৮ নম্বর জাতীয় সড়কে। রেড ফোর্টের কাছে কোনও বড় জমায়েত করা যাবে না সেটা আগেই জানিয়ে দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীদের মিছিল রুখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভে যোগ দিয়ে এদিন আটক হয়েছেন স্বরাজ ইন্ডিয়া-র সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদবও।
ট্যুইটার বার্তায় যোগেন্দ্র বলেছেন, ‛নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় লালকেল্লার সামনে থেকে আমাকে আটক করেছে পুলিশ। আর হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‛আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। ছাত্র, লেখক, সমাজকর্মী সকলেই সামিল হয়েছিলেন এই প্রতিবাদ মিছিলে। সবাইকে ধরে নিয়ে গেছে পুলিশ।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন