দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জনপ্রিয় সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে ২৯০, ৫০৫ ও ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা। বিজেপি মুখপাত্র নবীন কুমারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।
এই এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, ফেব্রুয়ারিতে ঘটা উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনা ও সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের ভুল রিপোর্ট পরিবেশন করেছেন বিনোদ দুয়া। সেই সঙ্গে সাম্প্রদায়িক হিংসার জন্য তিনি দায়ী করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও বিজেপির কপিল মিশ্রকে।
এ ব্যাপারে বিনোদ দুয়া বলেছেন, দিল্লি পুলিশ এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। এফআইআর-এর খবর তিনি পেয়েছেন গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায়। এই সঙ্গে তিনি যোগ করেছেন, সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করলে বিজেপি সাংবাদিকদের হেনস্থা করছে।
প্রবীণ টিভি সাংবাদিক আশুতোষ ট্যুইটে জানিয়েছেন যে, এই এফআইআর কার্যত স্বাধীন গণমাধ্যমের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস ছাড়া আর কিছু নয়। সাবা নকভিও সহমত পোষণ করে বলেছেন, সরকারের নীতি-নিয়ম নিয়ে প্রশ্ন তুললেই সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। তিনি এই সঙ্গে যোগ করেছেন, প্রখ্যাত সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী আকার প্যাটেলের বিরুদ্ধে কর্ণাটক পুলিশ মামলা দায়ের করেছে সমগোত্রীয় অভিযোগে।