Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি দাঙ্গা নিয়ে মুখ খুললেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ, দায়ী করলেন বিজেপি নেতাকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে দিল্লি বিজেপি নেতার হিংসাত্মক মন্তব্যে সরব হলেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ। দিল্লিতে সাম্প্রদায়িক অশান্তির জেরে গত ফেব্রুয়ারি মাসে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। গত ২ জুন সোশ্যাল মিডিয়ায় উষ্কানীমূলক কথাবার্তা ছড়ানোর বিষয়ে ফেসবুক কর্মীদের সঙ্গে কথা বলছিলেন জুকারবার্গ। সরাসরি নাম উল্লেখ না করলেও, দিল্লি দাঙ্গার জন্য দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রকেই দায়ী করেন জুকারবার্গ।

২৫ মে ৪৬ বছরের জর্জ ফ্লোয়েডের হত্যাকান্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা আমেরিকা। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা পোষ্ট ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেয়। এতে চরম সমালোচনার ঝড় ওঠে ফেসবুকের বিরুদ্ধে। একটি অনলাইন বৈঠকে ট্রাম্পের ফেসবুক পোষ্ট সহ আন্দোলনকারীদের মধ্যে যারা অগ্নিসংযোগ ও সহিংসতায় লিপ্ত তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এই বৈঠক মার্ক জুকারবার্গ বলছিলেন, ‛আমরা মূলত গবেষণার পরে সমস্ত মানুষের সাথে কথা বলেছি তারপর সিদ্ধান্ত নিয়েছি।’

বিজেপি নেতা কপিল মিশ্রর কথায় জুকারবার্গের ফেসবুক উষ্কানীমূলক কথাবার্তা প্রচারে কাজ করে। তিনি একই সাথে দিল্লি পুলিশকে তিন দিনের আলটিমেটাম দিয়ে ট্যুইটারে বলেছিলেন যে, আন্দোলনকারীরা যেন রাস্তা ছেড়ে দেয়, না হলে অন্য ব্যবস্থা নেবেন। সেই সময়ে সিএএ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত মিশ্রর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!