Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ধর্ষকদের গুলি করে মারাকে স্যালুট জানালেন নির্ভয়ার বাবা-মা, বললেন – দিল্লি পুলিশের শেখা উচিত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হায়দরাবাদে চার ধর্ষককে গুলি করে খুন করায় খুশি প্রকাশ করলেন নির্ভয়ার বাবা-মা। তাঁদের স্পষ্ট কথা, ‛স্যালুট করছি হায়দরাবাদ পুলিশকে। অপরাধীদের এইরকমই শাস্তি হওয়া উচিত। ওরা যে অপরাধ করেছে, এটাই যথার্থ শাস্তি।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

নির্ভয়ার বাবা-মা আরও বলেন, ‛দিল্লি পুলিশকে বলব, আপনারা দেখুন, শিখুন হায়দরাবাদ পুলিশকে দেখে। এই সব নরপিশাচদের ভবিষ্যৎ কী হওয়া উচিত সেটা সকলের বোঝা উচিত। আমাদের দুর্ভাগ্য যে, আমার মেয়ের সঙ্গে যারা পৈশাচিক আচরণ করেছিল তারা কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!