দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ মিথ্যা। সেই কারণে মঙ্গলবার আসিফ ইকবাল, দেবাঙ্গনা কলিতা এবং নাতাশা নারওয়ালকে জামিন দিল দিল্লি আদালত। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং অনুপ জে ভম্ভনী ডিবিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে। আদালত মনে করেছে যে এই তিনজনের বিরুদ্ধে বর্তমান মামলায় রেকর্ডে থাকা ১৫,১৭,১৮ ধারা অধীনে কোনও অপরাধ করা হয়নি, ইউএপিএ-র কোনও অপরাধ নেই। এদিন তাঁদের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়।
আসিফ ইকবাল বি.এ. এর শেষ বর্ষের শিক্ষার্থী, ফারসি (অনার্স) জামেয়া মিলিয়া ইসলামিয়া থেকে। তিনি ২০২০ সালের মে মাসে ইউএপিএ-র ধারায় দিল্লী দাঙ্গা মামলায় গ্রেফতার হয়েছিলেন। নাতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কলিতা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। যারা পিনজ্রা টড কালেক্টিভের সাথে যুক্ত। তারাও ২০২০ সালের মে থেকে পুলিশ হেফাজতে রয়েছেন।