Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি গণহত্যা: চার্জশিটে এবার নাম উঠল কংগ্রেসের সলমন খুরশিদ ও সিপিএমের বৃন্দা কারাতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি গণহত্যার চার্জশিটে এবার নাম উঠে গেল বর্ষীয়ান কংগ্রেসে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের। দিল্লি পুলিশ যে ১৭ হাজার পাতার চার্জশিট দিয়েছে তাতে খুরশিদের পাশপাশি সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতেরও নাম রয়েছে।

পুলিশের দাবি, “প্রত্যক্ষদর্শীদের জেরা করে জানা গিয়েছে, উমর খালিদ, সলমন খুরশিদ এবং নাদিম খান– সিএএ বিরোধী আন্দোলনে উপস্থিত হয়ে প্ররোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন। যা রাজধানীর বুকে হিংসাকে তরান্বিত করেছিল।” যদিও সলমন খুরশিদের কোন বক্তৃতা প্ররোচনামূলক ছিল তা নির্দিষ্ট করে বলেনি দিল্লি পুলিশ।

এর আগে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অধ্যাপিকা জয়তী ঘোষ-আরও কিছু বাম মনস্ক বুদ্ধিজীবীর নামও দিল্লি হিংসার চার্জশিটে উঠেছিল। গত ফেব্রুয়ারি মাসে টানা গণহত্যা চলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। বাড়িঘর লুঠপাট, খুন, ভাঙচুর– রাজধানীর বুকে তাণ্ডব চলেছিল ১৫ দিন ধরে।

 

Leave a Reply

error: Content is protected !!