Tuesday, October 8, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‛বিজেপির অনেক নেতাই অসৎ-অসামাজিক কাজে লিপ্ত’ – লিখলেন বিজেপিরই লোকসভা প্রার্থী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন স্বয়ং লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। রাজ্য, বিশেষ করে জেলা নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠে ফেসবুক পোস্ট করেন পরেশ বাবু।

তিনি লেখেন, “বিভিন্ন জেলায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেই মানুষের সঙ্গে সম্পর্ক হীন এবং নানা ধরনের অসামাজিক, অসৎ কাজে লিপ্ত। এ সব কি রাজ্য নেতৃত্ব জানেন না, না কি তারা নিরুপায় ? তাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ দেওলের লিখন পড়ুন তা নাহলে দেরী হয়ে যাবে। স্বপ্ন আমদের পূর্ণ হবে না আগামী বছর। নন্দলাল হয়ে কি লাভ?” (বানান অপরিবর্তীত)

রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদলকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। লিখেছেন, “গত একমাসে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির microscopic এবং গুরুত্বহীন পরিবর্তন লক্ষ করেছি। কিন্তু তা যে নিতান্তই অপ্রতুল সে কথা সকলেই জানেন কেবল রাজ্য নেতৃত্বের কয়েক জন ছাড়া।” (বানান অপরিবর্তীত)

 

Leave a Reply

error: Content is protected !!