দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসা মামলায় ছাত্র নেতা আসিফ ইকবাল তনহা, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতার জামিনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আসিফ ইকবাল তনহা, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতার জামিন বাতিলের আর্জি নিয়ে দিল্লি পুলিশ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়। সেখানেই খারিজ হয়ে গেল তাদের আবেদন।
দিল্লিতে সংঘটিত মুসলিম নরসংহারের পর তাঁদের বিরুদ্ধে পুলিশ ইউএপিএ ধারায় মামলা রুজু করেছিল। ২০২১-এর জুনে দিল্লি হাইকোর্ট ছাত্রনেতা-নেত্রীদের জামিন মঞ্জুর করে। তার আগে বছর খানেক তাঁদের তিহাড় জেলে বন্দি থাকতে হয়েছিল। আদালত এই হিংসার মামলার তদন্তে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে। আদালত পুলিশকে তীব্র ভর্ৎসনা করে জানায়, পুলিশ জঙ্গি কার্যকলাপ এবং ছাত্রছাত্রীদের প্রতিবাদের মধ্যের সীমারেখাকে ঝাপসা করে দিয়েছে।