দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীর্ঘ নীরবতার পর এই প্রথম আম আদমি পার্টি স্বীকার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুকৌশলে ফেব্রুয়ারির দিল্লি দাঙ্গা ঘটিয়েছে। এর ফলে ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই মুসলমান।
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং রবিবার অভিযোগ করেছেন যে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জনতা পার্টি (বিজেপি) একটি গভীর ষড়যন্ত্র করার পরিকল্পনা করেছিল। দিল্লির সহিংসতার মামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ নিয়ে লেফটেন্যান্ট গভর্নর (এলজি) অনিল বৈজাল এবং আপ নেতৃত্বাধীন সরকারের মধ্যে মতবিরোধ সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সঞ্জয় সিং বলেন, আমি সংসদে বলেছিলাম যে বিজেপি দাঙ্গার আয়োজন করেছিল। এবং এমএইচএ (স্বরাষ্ট্র মন্ত্রক)-এর আওতায় থাকা পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আম আদমি পার্টি দিল্লি সহিংসতা নিয়ে নীরব থাকায় নেতা-কর্মীদের কাছে সমালোচিত হন। তাদের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এবার দলটি কি সমালোচনার অবসান ঘটাতে পারবে? তা নিয়েও পর্যবেক্ষকমহলে সংশয় রয়েছে। একতরফা রক্তক্ষয়ী সহিংসতার পরের দিনগুলিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা না করায় আপ নেতারা বিক্ষোভেরও মুখে পড়েছেন বলে সূত্রের খবর।
একতরফা দাঙ্গা ও সেই সহিংসতায় পুলিশের সন্দেহ জনক ভূমিকা এবং তদন্ত সম্পর্কে নীরব থেকে দলটি যে অবস্থান নিয়েছিল, সেখান থেকে সরে এসে বিজেপির বিরুদ্ধে এই প্রথম আপ সাংসদ সঞ্জয় সিং অভিযোগ আনলেন। আপ সাংসদ বলেছেন, পুলিশ কিছু ক্ষেত্রে চার্জশিট দাখিল করছে না, কারও ক্ষেত্রে দুর্বল অভিযোগ, কিছু লোকের বিরুদ্ধে জোরালো ধারা, কিছু ক্ষেত্রে অতিরিক্ত জিনিস লিখছে, অনেক ক্ষেত্রে সত্যকে আড়াল করছে।
সাংসদ সঞ্জয় সিং আরও অভিযোগ করেন, অন্ধকারে করা কাজ আড়াল করতে এবং অন্ধকারে থাকা মুখগুলি ঢাকতে বিজেপি নিজস্ব আইনজীবী নিয়োগ করছে। সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিংয়ের সঙ্গে ছিলেন দলের বিধায়ক সোমনাথ ভারতী। তিনি বলেন, আদালতে বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করবে এমন আইনজীবী তারা চান না। প্রতিটি ফৌজদারি মামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিল্লি সরকারের এক চেটিয়া অধিকার।