দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শাহিনবাগ নিয়ে কেন্দ্র ও দিল্লি পুলিশকে নোটিস দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, একটি সরকারি রাস্তার উপর এভাবে অনির্দিষ্টকাল ধরে বিক্ষোভ চলতে পারে না। আগামী ১৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই ওই মন্তব্য করেছে আদালত। সিএএ-র বিরুদ্ধে প্রায় মাস দুয়েক ধরে দক্ষিণ দিল্লির শাহিনবাগে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ।
সুপ্রিমকোর্ট বলেছে, ‛বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলেছে। সাধারণ অঞ্চলে এই ভাবে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে পারে না। অবস্থান জমায়েতের জন্যে কোনও জায়গা চিহ্নিত করা থাকলে সেখানে হতে পারে।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ