দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহিনবাগে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। আর ওই বিক্ষোভের ফলে প্রতিদিন যানজটের সমস্যায় ভুগছেন দিল্লিবাসী। তাই শাহিনবাগের বিক্ষোভকারীরা যদি ওই স্থান ছেড়ে অন্য কোথাও উঠে গিয়ে বিক্ষোভ করেন তাহলে সকলের পক্ষেই সুবিধা হয়, এমনটাই মনে করছে শীর্ষ আদালত।
শাহিনবাগের বিক্ষোভকারীরা যাতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই অঞ্চল ছেড়ে অন্য কোথাও গিয়ে অবস্থান বিক্ষোভ করেন সে ব্যাপারে কথা বলতে একজন আইনজীবী নিয়োগ করেছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি এক প্রাক্তন আমলাকেও মধ্যস্থতার জন্যে নিয়োগ করা হয়েছে। জানা গেছে, খুব তাড়াতাড়ি প্রবীণ আইনজীবী সঞ্জয় হেজে এবং প্রাক্তন তথ্য কমিশনার প্রধান ওয়াজাহাত হাবিবুল্লা শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করবেন।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps