দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল-সহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া প্রায় ৫০ জন আহত হয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গাড়ি ও দোকানে। উত্তর-পূর্ব দিল্লিতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ।
মৌজপুর বাবরপুর মেট্রো স্টেশনের সামনে পাথর ছোড়াছুড়ি হয়ে বলে খবর। যমুনা বিহার এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোরও অভিযোগ উঠেছে। জাফরাবাদ ও মৌজপুরে কমপক্ষে ২টি বাড়ি ও দমকলের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে রবিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ। চব্বিশ ঘণ্টার মধ্যে ফের সংঘর্ষে উত্তাল হয় রাজধানীর রাস্তা। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। তারাই হিংসা ছড়াচ্ছে। পাল্টা বিক্ষোভকারীদের বক্তব্য, শান্তিপূর্ণ বিক্ষোভ ভাঙতে বিজেপিই লোক পাঠিয়ে অশান্তি পাকাচ্ছে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps