নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কাঁথি : করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন৷ আচমকা লকডাউনে সমস্যা বেড়েছে অনেকেরই৷ বিশেষত দিন আনা দিন খাওয়া মানুষজন ঘোরতর বিপাকে পড়েছেন৷ কাঁথির সেই সব মানুষের পাশে দাঁড়াল ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) কাঁথি ব্লক।
এসআইও পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি শেখ ওলিদ আলীর উদ্যোগে কাঁথি এলাকায় গৃহবন্দি দুঃস্থদের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, আলু, পিঁয়াজ ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী৷ ওলিদ আলীর সঙ্গে এই কর্মসূচিতে ছিলেন এসআইও কাঁথি শাখার কর্মীরা৷ এদিন প্রায় ১৩০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় এসআইও’র কর্মীরা।
শ্রীরামপুরের এক বাসিন্দা বলেন, এসআইও’র সাহায্যে তিনি অনেকটাই উপকৃত হয়েছেন। এসআইও’র জেলা সভাপতি শেখ ওলিদ আলী বলেন রাজ্য সরকারের উচিত ত্রাণসামগ্রী বাড়ানো এবং তা প্রকৃত গরিব মানুষেরা পাচ্ছে কিনা সেটা দেখা। অপরদিকে এসআইও’র কাঁথি ব্লকের সভাপতি হাবিবুর রহমান জানান বর্তমান পরিস্থিতিতে ধনী ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে।