দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রার্থী বদলের দাবি, বিজেপি কর্মীদের বিক্ষোভে তুলকালাম জলপাইগুড়ি। গতকাল জলপাইগুড়িতে দলীয় কার্যালয় ভাঙচুরের পর আজ অবস্থান আন্দোলন শুরু করলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এনিয়ে ফের উত্তাল হল জলপাইগুড়ির জেলা বিজেপি সদর দফতর। তাদের দাবি, বদল করতে হবে দলের প্রার্থী।
শুক্রবার দলীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ অবস্থানে বসেন পুরোন ‘আদি বিজেপি’ কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী সৌজিত সিংহকে বাতিল করে দলের অন্য কোনও নেতাকে প্রার্থী করতে হবে। তা না হলে এই আন্দোলন আরও জোরদার করা হবে।
তাঁর বিরুদ্ধে হওয়া বিক্ষোভ নিয়ে আজ মুখ খোলেন সৌজিত সিংহ। তিনি বলেন, জলপাইগুড়ি জেলা সংগঠন এখন অনেক বেড়েছে। রাজ্যে আগামী দিনে সরকার গড়তে চলেছে বিজেপি। দলের নেতা-কর্মীদের এই ক্ষোভ সাময়িক। আশাকরি এসব মিটে যাবে।
এনিয়ে বিজেপি যুব মোর্চার নেতা অপূর্ব রায় বলেন, আমাদের একটাই দাবি। দীপেন প্রামাণিককে এবার জলপাইগুড়ি বিধানসভা আসনে প্রার্থী করতে হবে।