Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভবানী ভবনের সামনে বিক্ষোভ, পুলিশে চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ পুলিশের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পুলিশের কনস্টেবল পদে চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে চলছে বিক্ষোভ। বেলা পৌনে ১২টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। এরপরেও চলছে বিক্ষোভ। রাজ্য পুলিশের সদর দফতরের সামনে এ ধরনের বিক্ষোভ কার্যত নজিরবিহীন।

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরির ব্যবস্থা হচ্ছে না। অনেকের কাছেই নিয়োগপত্র রয়েছে বলেও তাঁদের দাবি। তারপরও নিয়োগ আটকে রয়েছে। তাঁদের অভিযোগ, করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন পিছিয়ে গিয়েছে। গত জানুয়ারি মাসে যোগদানের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু ভিত্তিহীন অভিযোগের কারণে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের অনেকেই চাকরি ছেড়ে চাকরির প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নিয়োগ পিছিয়ে যাওয়ায় তাঁরা সবাই এখন কর্মহীন। ফলে প্রচুর সমস্যায় পড়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, এ ব্যাপারে তাঁদের জানানো হোক। চাকরি প্রার্থীর সংখ্যা ৬,৫৮৮। এরমধ্যে ১৮০০ প্রার্থী ইতিমধ্যেই কাজে যোগদান করেছেন। তাঁরা নিয়োগ নিয়ে বিবৃতি দাবি করেছেন।

পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে। বিক্ষোভকারীদের পাঁচ জন প্রতিনিধিকে আলিপুর থানায় নিয়ে গিয়ে আলোচনা করছে পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে তৎপর। বিক্ষোভকারীরও নিজেদের দাবিতে অনড়।

Leave a Reply

error: Content is protected !!