Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মত প্রকাশের স্বাধীনতা হরণ বরদাস্ত হবে না, অর্ণবের গ্রেফতারি নিয়ে হুঙ্কার অমিত শাহের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২ বছরের পুরনো মামলায় সাত সকালে নিজের বাড়িতেই গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। তারপরেই প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতারা। মত প্রকাশের স্বাধীনতা হরণ করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাত সকালে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। ২ বছর পুরনো মামলায় পুলিস তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি করা হয়েছে। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে ডিজাইনার অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।

 

 

Leave a Reply

error: Content is protected !!