দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত খুন-ধর্ষণে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা গুরমিত রাম রহিম সিংহ। রবিবার তাকে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগার থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষণ ও হত্যার দায়ে রাম রহিমের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। রোহতকের এই জেলেই বন্দি ছিল সে।
৩ জুন রাম রহিমের পেটে ব্যথা হয়। এর পর তাকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ নিয়ে গিয়ে কয়েকটি পরীক্ষা করানো হয়। যদিও কোভিড পরীক্ষা করতে অস্বীকার করে সে। রবিবার তাকে গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে গিয়ে কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে।