Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মতুয়াদের মন পেতে মরিয়া, ঠাকুরনগর স্টেশনের নাম বদলের প্রতিশ্রুতি অমিতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মতুয়াদের মন পেতে মরিয়া বিজেপি। তাই মতুয়া সম্প্রদায়ের আবেগ উসকে তাঁদের গড় ঠাকুরনগর স্টেশনের নাম বদলের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম বদলের রাজনীতি বিজেপির সংস্কৃতি। এরা নিজে দেশের জন্য কিছু করতে না পারলেও দেশের ঐতিহ্যবাহী জিনিস গুলোর নাম বদল করতে পারে। দেশকে বিক্রি করে খেতে পারে। শুক্রবার নদিয়ার তেহট্টে নির্বাচনী প্রচারে এসে মতুয়াদের মন জয় করতে নাম বদলের রাজনীতির কথা বলেন অমিত। পাশাপাশি, তৃণমূল ক্ষমতায় থাকলে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা থাকবে বলেও বিঁধলেন অমিত শাহ। ২ মে তৃণমূল সরকারের বিদায় নিশ্চিত বলেও দাবি তাঁর।

বঙ্গের ভোটে এবার বিজেপির বাজি মতুয়া সম্প্রদায়। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় তাই বারবার প্রচারে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সেই লক্ষ্যেই তেহট্টে নির্বাচনী জনসভা করেছেন অমিত শাহ। সেখানে নেমে প্রথমেই মতুয়া মন্দিরের পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জনসভায় ভাষণ দিতে গিয়েই মতুয়াদের নাগরিকত্বের মতো স্পর্শকাতর ইস্যু উসকে দিয়ে বলেন, তৃণমূল ক্ষমতায় থাকলে আপনারা কোনওদিনও নাগরিকত্ব পাবেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলেই নাগরিকত্ব প্রদানের কাজ দ্রুত হয়ে যাবে।

ঠাকুরনগর স্টেশনের নাম বদল নিয়ে অমিত শাহর ঘোষণার পালটা দিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, নাম হবে ‘মোদিনগর’।

 

Leave a Reply

error: Content is protected !!