দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারত-পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছিলেন, যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে যে কোনও কিছু হতে পারে। তাঁর এই বক্তৃতার পর তাঁকে ধুয়ে দিয়েছেন ক্রিকেটার মহম্মদ শামি। গত সপ্তাহে নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যে বেজায় চটেছেন শামি।
Mahatma Gandhi spent his life spreading the message of love, harmony and peace. @ImranKhanPTI from UN podium issued despicable threats and spoke of hatred. Pakistan needs a leader who talks development, jobs & economic growth, not war & harbouring terrorism #india
— Mohammad Shami (@MdShami11) October 2, 2019
২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে ট্যুইট করে মোহাম্মদ শামি বলেন, ‛মহাত্মা গান্ধী আজীবন ভালবাসা, সম্বন্বয় ও শান্তির বার্তা দিয়ে গিয়েছেন। রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইমরান খান হিংসার কথা বলে হুমকি দিলেন। পাকিস্তানের এমন একজন নেতা চাই যে উন্নয়ন, চাকরি ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবে। যুদ্ধ আর সন্ত্রাসের বার্তা দেবে না।’