দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। সেই ধারা বজায় রেখে মঙ্গলবার আবারও বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। মাঝে তিন দিনের বিরতি ছিল। তার পর এদিন ফের প্রতি লিটার জ্বালানির দাম ৩৫ পয়সা বাড়াল তেল সংস্থাগুলো। শুক্রবারই প্রতি লিটার জ্বালানির দাম বেড়েছিল ৩০ পয়সা। এভাবে ক্রমাগত দাম বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের।
এদিন দাম বাড়ার পর দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হল ৮৭.৩০ টাকা। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭৭.১৩ টাকা থেকে বেড়ে হল ৭৭.৪৮ টাকা। মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ৯৩.৮৩ টাকা। এক লিটার ডিজেলের দাম ৮৪.৩৬ টাকা। দেশের মেট্রো শহুরগুলোর মধ্যে পেট্রোল–ডিজেলের দাম সবথেকে বেশি এখানেই। কলকাতায় এখন এক লিটার পেট্রোলের দাম ৮৮.৬৩ টাকা। এক লিটার ডিজেলের দাম ৮১.০৬ টাকা।
৬ জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম দেশে নিয়মিত বাড়ছে। তার আগে প্রায় এক মাস পেট্রোল–ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি, দুনিয়া জুড়ে কোভিড টিকাকরণ শুরু— এই দুই কারণেই মূলত লাফিয়ে বাড়ছে তেলের দাম।
প্রসঙ্গত, দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা জিএসটি চালু হলেও পেট্রল ও ডিজেলের ওপর এখনও ভ্যাট চালু রয়েছে। বিভিন্ন রাজ্যে এই দুই জ্বালানির ওপরে করের পরিমাণ বিভিন্ন। যে কারণে এক এক রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম এক এক রকম।