দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। সাংঘাতিক এই দূষণে বিষিয়ে উঠেছে যমুনার জলও। আজ সকালে সেই সাদা ফেনায় ভরা নদীতেই বাধ্য হয়ে ছটপুজো সেরেছেন দিল্লির মহিলারা। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যদিও অনেকেই এই ছবি নিয়ে ধন্ধে পড়েছেন।
হঠাৎ করে চোখে পড়া এই ছবি দেখে প্রশ্ন জেগেছে অনেকেরই মনে। এটা আসলে কি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন দূষণের কারনে নদীতে সাদা ফেনা ভরে গিয়েছে। ওই ফেনাগুলিও খুবই বিষাক্ত বলেই জানিয়েছেন তাঁরা।
ছট পুজোয় হাঁটু পর্যন্ত জলে নেমে উদিত সূর্যের কাছে প্রার্থনা করতে হয়। তাই বাধ্য হয়ে যমুনার বিষাক্ত ফেনাতে নেমেই ছটপুজো সেরেছেন মহিলারা। এতক্ষণ বিষাক্ত ফেনার থাকার ফলে তাঁদের শরীরের গুরুতর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন