দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখার্জি। শনিবার তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরাজ্যে সারদা কাণ্ডে যে সমস্ত মামলা চলছিল তার শুনানি আগেই শেষ হয়ে গিয়েছিল। গত ১৬ জুন হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এই মামলার শুনানি শেষ। তবে রায় স্থগিত রেখেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। অবশেষে আদালত আজ দেবযানীকে জামিন দিল। রাজ্যের সব সারদা মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
১৫ জুন আদালতে এই মামলার শুনানি শুরু হলে সিবিআইয়ের আইনজীবী দেবযানীর জামিন পিছানোর জন্য আবেদন জানায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে সিবিআইয়ের আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আর কত সময় দেওয়া হবে সিবিআইকে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসার পরই গ্রেপ্তার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। একইসঙ্গে গ্রেপ্তার হন সারদার জুনিয়র এক্সিকিউটিভ দেবযানী মুখার্জি। তারপর থেকেই তাঁরা জেল বন্দি রয়েছেন। তবে এই রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলাগুলির থেকে জামিন মিললেও ভুবনেশ্বর ও অসমে সারদা কাণ্ডে এখনও মামলা চলছে। যার ফলে এখনও জেল বন্দিই থাকতে হবে দেবযানীকে।