দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন, দাবি মমতার। উত্তরবঙ্গ সফর সেরে ফিরে আসার আগেই জিটিএ-কে দুর্নীতির আখড়া বলে আখ্যা দিয়েছেন ধনকর। সেখানে সিএজি দিয়ে অডিট করানোর কথাও বলেছেন তিনি। এরপরেই পাল্টা অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘উনি নিজে বড় দুর্নীতগ্রস্ত। হাওয়ালা জৈন কাণ্ডের চার্জশিটে কার নাম ছিল? তারপর পার পেলেন কীভাবে?’
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছেন রাজ্যপালের দার্জিলিং সফর নিয়েও। মমতার কথায়, ‘জিটিএ-র দুর্নীতির কথা বলার আগে কাদের নিয়ে, কত খরচ করে উনি দার্জিলিং গেলেন, রাজভবনে কত খরচ হল, তার তদন্ত হোক।’ মুখ্যমন্ত্রী এও বললেন, রাজ্য সরকার নিজে অডিট করছে, সিএজি অডিটের কোনও প্রয়োজন নেই।
সাত দিনের জন্য পাহাড় সফর শেষে জিটিএ নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন জগদীপ ধনখড়। বহুদিন নির্বাচন না হওয়া, অডিট না নিয়ে তিনি বলেন, জিটিএ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। উন্নয়নের পয়সা নয়ছয় করা হচ্ছে। এ কথা শুনেই পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল তরজা নতুন নয়। প্রায় রোজই টানাপোড়েন চলে। কিন্তু আজ একেবারে অতীত খুঁড়ে রাজ্যপালের সঙ্গে সরাসরি দুর্নীতির যোগের কথা বলেছেন মমতা। এই নিয়ে ধনখড়ের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।