Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দিদি মনে রাখবেন কয়লা ধুলে ময়লা যায় না, মমতাকে কটাক্ষ মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিদি মনে রাখবেন কয়লা ধুলে ময়লা যায় না, তৃণমূল নেত্রীকে এভাবেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের জনসভা থেকে মোদী বলেন, আপনি বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। বাংলায় ভাবুক আবেগপ্রবণ লোক আছেন। আপনি বাংলার মানুষের মন ভেঙে দিয়েছেন। দিদি মনে রাখবেন, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। কয়লা ধুলে ময়লা যায় না।

মোদী কটাক্ষ করে আরও বলেন, দিদির এত অহঙ্কার, তিনি বাংলার ভোটারদের নিজের জাগীর ভাবছেন। দিদি বাংলার জনতাদের জন্য বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। দিদি আপনারা মনে আছে। আপনাদের মনে আছে? দিদি বাংলার মানুষদের ত্রস্ত করে রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, দিদি আপনাদের অপমান, বদনাম, মিথ্যা আরোপ। দিদিকে সাজা দিন। কমল বোতাম টিপে দিদিকে সাজা দিন, যাতে আর কখও এমন জঘন্য অপবাদ দিতে না পারে। দিদি এও বলেন আপনারা পয়সা নিয়ে ভোট দেন। আপনারা ভোট দিয়ে পেট ভরেন? আপনারা এই অবস্থায় আছেন? দিদি অপমান করছেন। চুন চুনকে হিসাব নিন।

 

Leave a Reply

error: Content is protected !!