Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মমতার হিম্মত নেই বলে দিলীপ-রাহুলরা গ্রেফতার হননি: অধীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শীতলকুচির ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ যেন কমছেই না। এই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শীতলকুচির ঘটনায় যেসব বিজেপি নেতারা হুমকির সুরে মন্তব্য করেছেন, তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে সরব হলেন অধীর। এই প্রসঙ্গে মঙ্গলবার রায়গঞ্জে অধীর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত নেই, সাহস নেই, তিনি দুর্বল। যখন এই বাংলায় বলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে বলব, পায়ে নয়, বুকে গুলি করতে, আবার বলা হচ্ছে, একটা নয়, বারবার শীতলকুচি হবে, তখন তাঁদের গ্রেফতার করা হল না কেন? আমরা ক্ষমতায় থাকলে এই ব্যক্তিদের গ্রেফতার করে জেলে ঢোকাতাম।’

প্রসঙ্গত, শনিবার ভোট শুরু হতেই শীতলকুচির পাঠানটুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৮ বছরের এক যুবকের। বেলা গড়াতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর উত্তেজনা ছড়ায় জোরপাটকি এলাকায়। ১২৬ নম্বর বুথের বাইরে এলোপাথারি গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরও চারজনের। নির্বাচন কমিশন জানায় সিএপিএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে সোচ্চার হয়েছেন মোদী-শাহরা। অন্যদিকে, এই ঘটনা বিজেপির চক্রান্ত বলে পালটা সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে, এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ‘শীতলকুচি বারবার হবে’ বলে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন দিলীপ। এজন্য তাঁকে নোটিশ পাঠিয়েছে কমিশন। অন্যদিকে, ‘চারজন নয়, কেন আটজনকে গুলি করা মারা হল না’, এই মন্তব্য করেছেন রাহুল সিনহা। এই মন্তব্যের জেরে ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

error: Content is protected !!