Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

গরুর দুধে সোনা আছেই! নিজের মন্তব্যে অনড় থেকে বৈজ্ঞানিক নথি পেশ করলেন দিলীপ ঘোষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতীয় গরুর দুধে সোনা আছে। সম্প্রতি এমনই আশ্চর্যজনক মন্তব্য করে সোশ্যাল সাইটে কটাক্ষের শিকার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মন্তব্য করার পর মুখে কুলুপ আটলেও এবার নিজের দাবির সমর্থনে পোল্যান্ডের এক গবেষণা পত্র প্রকাশ করেছেন তিনি। সেই গবেষণায় দাবি করা হয়েছে, গরুর দুধে সত্যি সত্যি নানা মিনারেলসের মধ্যে সোনাও রয়েছে!

দিলীপ ঘোষের দাবি ছিল, ভারতীয় গরুর দুধেই শুধুমাত্র সোনার ভাগ রয়েছে। অন্য গরুর দুধে নয়। আর তিনি যে নথি সামনে এনেছেন তাতে বলা হয়েছে, মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধে রয়েছে সোনা, রুপো-সহ বিভিন্ন উপাদান। এদিন দিলীপ ঘোষ বলেন, ‛আমি কখনওই বলিনি যে, দুধ থেকে সোনা পাওয়া যায় বা সোনা তৈরি হয়। আমি বলেছি, দুধে সোনার ভাগ রয়েছে। সেটা যে ঠিক তার বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে।’

দিলীপ ঘোষের প্রকাশিত গবেষণাটি করেছে পোল্যান্ডের এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্ট। গবেষণাটি করা হয় ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে। ওই রিপোর্টে বলা হয়েছে গরুর দুধে মোট ৩৮ রকম মাইক্রোএলিমেন্ট রয়েছে। তার মধ্যে সোনাও রয়েছে। মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধেই সোনা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!