দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘দেশভক্তি’ নাকি তাঁদের দলের মূল মন্ত্র। এই নিয়ে বিরোধী দল থেকে বিশিষ্ট, সকলকে কটাক্ষ করেন তাঁরা। সময়–অসময়ে ‘দেশদ্রোহী’র তকমা দেন উল্টো দিকের ব্যক্তিটিকে। ভোট প্রচারে হাতিয়াড় করেন। এ হেন বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাধারণতন্ত্র দিবসে উল্টো পতাকা উত্তোলন করলেন। তার পরেই শুরু বিতর্ক।
মঙ্গলবার সকালে তারাপীঠে পুজো দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এর পরেই রামপুরহাটে দলীয় কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন। তাতেই বিপত্তি। দিলীপ পতাকা তোলার সময়ই খেয়াল করেন সেটি উল্টো। এর পর পতাকা সোজা করে ফের তোলেন। জাতীয় সঙ্গীতও করেন। কিন্তু তাতে সমালোচনা থামেনি।
দিলীপ যদিও বারবার দাবি করেছেন, জাতীয় পতাকার অসম্মানের জন্য এসব করা হয়নি। নিতান্ত ভুল করেছেন দলীয় কর্মীরা। তা সংশোধন করা হয়েছে। তাঁর কথায়, ‘এটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তার পর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।’