দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক চা চক্রে গিয়ে বিপত্তি ঘটালেন দিলীপ ঘোষ। যে মঞ্চের উপর তিনি দাঁড়িয়ে ছিলেন সেটা গেল বসে। যদিও দুর্ঘটনা এড়িয়েছেন দিলীপবাবু।
শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের এগরাতে চা চক্রে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। তার উপর তিনি দাঁড়িয়ে থাকার সময় সময় তাঁকে ঘিরে মঞ্চের উপরে ছিলেন বেশ কিছু স্থানীয় নেতা।
কিছুক্ষণ পরে হঠাৎ করেই দেখা যায় সবাইকে নিয়ে নীচের দিকে বসে পড়েছে মঞ্চ। যদিও খুঁব উঁচু মঞ্চ না হওয়ায় কেউ পড়ে গিয়ে চোট পাননি। বিশেষ কোনও সমস্যা হয়নি দিলীপবাবুরও।
Tags:Dilip Ghsoh