দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শরীর খুব বেশি ভালো নেই অভিনেতা দিলীপ কুমারের। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন অভিনেতা। ৯৭ বছর বয়সী দিলীপ কুমারের শারীরিক পরিস্থিতি নিয়ে সায়রা বানু জানান, আপতত পরিস্থিতি নড়বড়ে, অভিনেতার রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম।
এক সাক্ষাতকারে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, ‘ভালোবাসা থেকেই আমি দিলীপ সাহাবের দেখাশোনা করি। আমি কারুর প্রশংসা কুড়োতে এই সব করি না। আমি চাই না কেউ আমাকে স্বামী অন্ত প্রাণ স্ত্রী হিসাবে দেখুক বা বলুক। ওঁনাকে স্পর্শ করা, ওঁনাকে আদর-যত্ন করাটা আমার কাছে দুনিয়ার সেরা প্রাপ্তি। আমি ওঁনাকে ভালোবাসি, উনি আমার প্রাণ’।
























