দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজই বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্র থেকেই লড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন।
সূত্রের খবর, ইতিমধ্যেই নেতৃত্বকে দলের সব পথ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী।