Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মসজিদে হচ্ছে রান্না, পেট ভরে খাচ্ছে গ্রামবাসী! খাবারের পাশাপাশি দেওয়া হচ্ছে মাস্কও

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : এ যেন ১৪০০ বছর আগের মক্কা-মদীনা, যেখানে মসজিদ থেকেই সব কাজ পরিচালনা করতেন ইসলাম ধর্মের শেষ বার্তাবাহক বা নবী হযরত মুহাম্মদ (সাঃ)। তুলনা টানা যুক্তিসঙ্গত না হলেও, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শিমুলিয়া এলাকার একটি মসজিদ সামাজিক কিছু কাজের মাধ্যমে সবার নজর কাড়ছে।

মসজিদের নাম শিমুলিয়া জামে মসজিদ। ওই মসজিদ থেকে রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে এলাকার মানুষদের। শনি ও রবিবার পরপর দু’দিন এলাকার মানুষদের জন্য রান্না হয়েছিল ভাত, ডিম, আলুর তরকারি। মসজিদেই রান্না করে প্রায় ৫০০ জনের অধিক মানুষের পাতে খাবার তুলে দিয়েছেন এডভোকেট মহম্মদ সামিম, ডাঃ শাহরুখ, তৌসিক আহমেদ, ইনায়েত, আলমগীর, আমির সোহেল, জিশান, জয়নাল আবেদীনরা।

শিমুলিয়া জামে মসজিদ নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবে মসজিদের তরফ থেকে সামাজিক কিছু কর্মকাণ্ড পরিচালনা করে অনন্য নজির গড়ছেন মসজিদ কমিটির সদস্যরা। খাবার বিতরণের আগের দিনই এলাকাবাসীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছিল। তার আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মসজিদের আশেপাশে গাছ লাগানোর পাশাপাশি এলাকার মানুষকে প্রচুর গাছ বিতরণ করেছিল মসজিদ কমিটি।

শুধু বৃক্ষরোপণ কর্মসূচি, মাস্ক বিতরণ বা রান্না করে খাবার খাওয়ানতেই থেমে থাকতে নারাজ মসজিদ কমিটির যুবকেরা। তাঁদের দাবি, সমাজ গড়ার কাজে সবসময় এগিয়ে আসবে শিমুলিয়া জামে মসজিদ। ইতিমধ্যেই মসজিদ কমিটির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। কিছু সমস্যা রয়েছে, কেটে গেলেই মসজিদেই রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!