দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনে বিজেপিকে বাদ দিয়ে কংগ্রেসকে সমর্থন করায় মধ্যপ্রদেশের ইন্দোরের নামদেও ত্যাগী ওরফে কম্পিউটার বাবার আশ্রম ভেঙে মারধর করল গেরুয়া শিবির। এরপর তাঁকে আবার গ্রেফতারও করা হয়। একই সঙ্গে ধৃত তাঁর ছয় শাগরেদও। তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও সরকারি জমি দখলের অভিযোগ আনা হয়েছে। আর সেই সূত্রেই নিজের আশ্রম থেকেই তাঁকে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ।
উল্লেখ্য, নামদেও ত্যাগী তথা ‘কম্পিউটার বাবা’ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরোধী বলেই পরিচিত। আর এই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে আচমকা জামবুরদি গ্রামে কম্পিউটার বাবার আশ্রমে হানা দেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। এরপরই আশ্রমের ভাঙার কাজ শুরু হতে থাকে। সেই কাজে কাজে বাধা দিতে থাকেন কম্পিউটার বাবা ও তাঁর অনুগামীরা। বিষয়টি নিয়ে তুমুল গন্ডগোলও বেঁধে যায়। এরপরই কম্পিউটার বাবা-সহ সাতজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, কম্পিউটার বাবা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রীও।