রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে গিয়ে রিপোর্ট কার্ড বিতরণ করলেন জেলা পরিষদ সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যােগে রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত দুয়ারে সরকার ও বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছে। সেই লক্ষ্যেই শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি বিধানসভার সাগরপাড়া অঞ্চল তথা গ্রামপঞ্চায়েতে সরজমিন পর্যালোচনা এবং কার্যকলাপ শুরু করেন রাফিকা সুলতানা।
এদিন তিনি বঙ্গধ্বনি যাত্রায় সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিদির ১০ বছরের উন্নয়ন এবং দুয়ারে সরকার এর বিষয় তুলে ধরেন। সাধারণ মানু্ষ ঠিকমতো দিদির পরিষেবা পাচ্ছেন কি না তার খোঁজখবর নেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের নেতা বিষ্ণুপদ সরকার, যুব সভাপতি ইমরান সরকার সহ পঞ্চায়েত ও ব্লক নেতৃত্ব।