Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপিকে তালাক! কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার বার্তা শিবসেনার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নতুন সমীকরণ দানা বাঁধতে শুরু করেছে মহারাষ্ট্রে। বিজেপি নয় শিবসেনা ঝুঁকতে শুরু করেছে এনসিপি-কংগ্রেস জোটের দিকে। এ ব্যাপারে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে চেয়েছে শিবসেনা। এনসিপি নেতা অজিত পাওয়ার জানিয়েেছন সরকার গঠন নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাঁকে ফোন করেছিলেন। যদিও এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এনসিপি সুপ্রিমোই নেবেন বলে জানিয়েছেন অজিত পাওয়ার।

 

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন বিজেপিকে ছাড়া সরকার গড়ার জন্য ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের কাছে। সেই সমর্থনের সংখ্যা ১৭৫ পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন তিনি। সঞ্জয় রাউত বিজপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েই বলেছেন ইয়েদুরাপ্পার ফর্মুলা চলবে না মহারাষ্ট্রে। শিবসেনাকে না জানিয়েই একাধিক সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি অভিযোগ করেছেন তিনি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!