দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরলের পর এ বার তামিলনাড়ু৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এ বার তামিলনাড়ু বিধানসভায় রেজোলিউশন আনল ডিএমকে৷ তাঁদের দাবি, তামিলনাড়ুতে লাগু হতে দেওয়া যাবে না সিএএ৷ একের পর এক রাজ্যের বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে রেজোলিউশন আনছেন বিরোধীরা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
দেশজুড়েই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে সুপ্রিমকোর্টে৷ নাগরিকত্ব আইন ২০১৯-এ বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের জেরে শরণার্থী হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান ও বৌদ্ধদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন