Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛কাশ্মীরকে কবরস্থানে পরিণত করবেন না’ – মোদী সরকারকে কটাক্ষ ইউসুফ তারিগামীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ফের মোদী সরকারকে একহাত নিলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য মুহাম্মাদ ইউসুফ তারিগামী। তিনি মন্তব্য করেছেন, ‛কাশ্মীরে কবরস্থানের নীরবতা রয়েছে। কাশ্মীরকে কবরস্থানে পরিণত করবেন না। সেখানকার বাস্তব পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক।’ তাঁর কথায়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫-এ ধারা বাতিলের আগে সংসদে সুষ্ঠু বিতর্ক হওয়া উচিত ছিল। সবার মতামত নেওয়া উচিত ছিল।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিপিএম নেতা ইউসুফ তারিগামী বলেন, ‘কাশ্মীরিদের জন্য এটি ভয়াবহ সময়। এটি আমাদের দেশের ভবিষ্যৎ, এর বিনম্রতা এবং চরিত্রের ওপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। জনজীবন পঙ্গু হয়ে গিয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলা কিন্তু সেখানে শিক্ষক কিংবা শিক্ষার্থী নেই!’ তিনি আরও বলেন, ‛গণতন্ত্রের মূলনীতি হলো সরকারকে জবাবদিহি করা। কিন্তু আমাদের ক্ষেত্রে, ৩৭০ ধারা ইচ্ছামত বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা তিহার কারাগারে কতবার বিক্ষোভ দেখেছেন? কাশ্মীরে এসে নিজে স্বয়ং দেখে যান। আমি কোনও গল্প তৈরি করছি না, আমি একজন দায়িত্বশীল নাগরিক।’ ইউসুফ বলেন, ‛এটা পারস্পরিক সম্পর্ক। কাশ্মীরে শুধুমাত্র একটি রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। বাকি রাজনৈতিক দলগুলোকে হাতজোড় করে বসে থাকতে হয়। এটা সামরিক আইন মতো। আমরা এদেশের মানুষকে অনুরোধ করছি যে খুব বেশি দেরি হওয়ার আগেই আপনারা ঘুম থেকে জেগে উঠুন। এখানে দেশের বাকি অংশের গণতান্ত্রিক শক্তি নিয়ে হতাশা রয়েছে।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!