সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, এলাহাবাদ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তাঁর সাসপেনশন অর্ডার ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন ডাঃ কাফিল খান। চিঠিতে তিনি লেখেন, “করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা ভারতে ত্রাহি-ত্রাহি রব তুলে দিয়েছে। চিকিৎসা জগতে আমার ১৫ বছরের অভিজ্ঞতা হয়তো কিছু প্রাণ বাঁচাতে পারে।”
চিঠিতে তিনি সবিনয় আবেদন করেছেন যে, তাঁকে যেন করোনা মহামারিতে দেশসেবার সুযোগ দেওয়া হয়। প্রয়োজনে মহামারি শেষ হয়ে গেলে আবার তাঁকে সাসপেন্ড করে দেওয়া যাবে বলেও জানিয়েছেন কাফিল। উল্লেখ্য, ডাঃ কাফিল বিআরডি অক্সিজেন কাণ্ডের পর ২০১৭ সালের ২২ আগস্ট থেকে সাসপেন্ড রয়েছেন। বর্তমানে তিনি নিজের একটি টিমের সঙ্গে #DoctorsOnRoad ক্যাম্পেইন পরিচালনা করছেন। দলটি গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছে।