দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কিনতে গিয়ে ৩১ লাখ টাকা খোয়ালেন চিকিৎসক। জানা গেছে ওই চিকিৎসকের নাম এল এ খান। তার কাছে ভুয়ো ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ বিক্রি করার সুবাদে ৩১ লাখ টাকা প্রতারণার দায়ে উত্তর প্রদেশের মীরাট থেকে গ্রেফতার হল দুই ব্যক্তি। শিকারকে বশ করতে তারা এক ‘জিন’ আমদানি করে বলেও জানা গিয়েছে।
গত ২৫ অক্টোবর স্থানীয় পুলিশের কাছে ওই দুই প্রতারকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন মীরাটের চিকিৎসক এল এ খান। অভিযুক্তদের ‘মা’ পরিচয়ে এক রোগিণীর চিকিৎসা করার সময় তাদের ফাঁদে পা দেন ওই চিকিৎসক।
Tags:Yogi state