Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛থালা বাজাবেন আমার কবরের সামনে’, মোদীকে কটাক্ষ করে ট্যুইট সরকারি চিকিৎসকের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় যাঁরা একেবারে সামনের সারিতে কাজ করছেন, সেই চিকিৎসকদের মধ্যেই তৈরি হচ্ছে অসন্তোষ। করোনার জন্য আবশ্যক একটা মাস্ক ও হাতে গ্লাভস। কিন্তু দেশের অধিকাংশ সরকারি হাসপাতালের চিকিৎসকরাই সেই সামান্য সুবিধাটুকু পাচ্ছেন না। আর এই নিয়েই ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে দিলেন রোহতকের সরকারি হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক।

অ্যানাস্থেসিয়া এমডি করছেন কামনা কক্কর নামের ওই জুনিয়র চিকিৎসক। তাঁর অভিযোগ চিকিৎসকদের নিরাপত্তার জন্য সামান্য ব্যবস্থাও করেনি সরকার। সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য মিলছে না এন৯৫ মাস্ক এবং গ্লাভস। নিজেকে ফাস্ট্রেটেড চিকিৎসক উল্লেখ করে, কামনা লিখেছেন, ওই মাস্ক ও গ্লাভস যেন আমার কবরে দেওয়া হয়। তালি এবং থালাও যেন বাজানো হয়।

Leave a Reply

error: Content is protected !!